বিদেশে এখন
0

ইউক্রেনের সেনাদের নতুন আতঙ্ক তুষারঝড়

International Desk

রাশিয়ায় ৪০ বছরে সর্বোচ্চ তুষারপাত

ইউক্রেনে শক্তিশালী তুষারঝড়ে বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। অতিরিক্ত তুষারপাতে আটকা পড়েছে অনেক যানবাহন। যুদ্ধবিধ্বস্ত দেশে বৈরি এই আবহাওয়া আরও শঙ্কায় ফেলেছে সেনা সদস্যদের। এদিকে, রুশ অধ্যুষিত ক্রিমিয়া উপদ্বীপে শক্তিশালী তুষারঝড়ে বিদ্যুতবিচ্ছিন্ন ৫ লাখ মানুষ। রাশিয়াতে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাতের পাশাপাশি হয়েছে বন্যা।

ইউক্রেনের সেনাদের জন্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন আর ট্যাঙ্কের পর এবার নতুন আতঙ্ক শীতকালের বৈরি আবহাওয়া। দেশটিতে ভয়াবহ তুষারঝড়ে হাজার হাজার সম্মুখযোদ্ধারা এখন বিপাকে। তাদের ভয়, এই শীতেই জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলা করতে পারে মস্কো। সেসময় যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।

তুষারঝড়ে বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ। ঘটেছে প্রাণহানির ঘটনাও। অনেক স্থানে প্রায় ২ মিটার পুরু তুষার জমেছে। তুষারপাতে আটকে গেছে প্রায় ১৪শ’ কার্গো ট্রাক আর সাড়ে ৮শ’র মতো যানবাহন। এরমধ্যে ইউক্রেনের দক্ষিণ আর মধ্যাঞ্চলের অবস্থা বেশি ভয়াবহ। তুষার সরাতে কাজ করছে কয়েকশ’ উদ্ধারকর্মী। ইউক্রেনের সর্ববৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ডিটিইকে’ ধীরে ধীরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

এদিকে, স্মরণকালের ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে রুশ অধ্যুষিত ক্রিমিয়া উপদ্বীপ। এখানকার লাখ লাখ মানুষ এক রাতের ঝড়েই বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েন। জারি করা হয় জরুরি অবস্থা।

এছাড়া রাজধানী মস্কো ঢাকা পড়েছে ১০ ইঞ্চি তুষারের নিচে। সাধারণ সময়ের চেয়ে যা অনেক বেশি। গেলো ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হয়েছে দেশটিতে। শীতকালীন ঝড়ের পাশাপাশি বন্যায় মস্কোতে বিঘ্নিত হয়েছে যোগাযোগ ব্যবস্থা আর জ্বালানি সরবরাহ। দেশটির দক্ষিণাঞ্চলে তলিয়ে গেছে ঘরবাড়ি, স্থাপনাসহ যানবাহনও। বিমানবন্দরে বাতিল আর বিলম্বিত হয়েছে অনেক ফ্লাইট। বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ২ লাখ মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই তুষারপাত চলবে আরও দুই সপ্তাহ। পুরু তুষারের স্তর সরিয়ে রাস্তা পরিষ্কারে কাজ করছে সিটি করপোরেশনের কর্মীরা। পাশাপাশি চলছে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করার কাজ।

এই সম্পর্কিত অন্যান্য খবর