মার্কিন শেয়ারের সূচকে ঐতিহাসিক মূল্যবৃদ্ধি ঘটেছে। শুল্কারোপের কারণে কয়েকদিনের অচলাবস্থার পর এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড ৯.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা সূচকের মানে ২০০৮ সালের পর সবচেয়ে বড় উন্নতি। ১৯৫৭ সালের পর বেঞ্চমার্ক সূচকে এটি তৃতীয় সেরা দিন।
এদিকে নাসদাকের সূচকের মান বেড়েছে ১২.১৬ শতাংশ। যা ২০০১ সালের পর সবচেয়ে বড় উন্নতি। এছাড়া ডাও জোন্স বেড়েছে ৭.৮৭ শতাংশ।
এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ এশিয়ার শেয়ার বাজারও চাঙাভাব দেখা গেছে।