বিশ্ববাণিজ্যে উত্তেজনা: পাল্টা শুল্ক কার্যকরের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক বাণিজ্য
0

অবশেষে পারস্পরিক শুল্কারোপ কার্যকরের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। এতে করে মার্কিন পণ্যে আমদানি শুল্ক আরোপকারী প্রতিটি দেশের ওপর কার্যকর হতে যাচ্ছে পাল্টা শুল্ক। নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই ট্রাম্প অভিযোগ করেন, বিশ্বে শুল্ক আরোপকারী দেশের তালিকায় শীর্ষে ভারত। তাই ভারতে ব্যবসা করা খুব কঠিন।

শঙ্কাকে সত্যি করে পারস্পরিক শুল্কারোপের আদেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, মার্কিন পণ্যে আমদানি শুল্ক আরোপকারী প্রতিটি দেশের ওপর কার্যকর হবে পাল্টা শুল্ক।

বাণিজ্য যুদ্ধের শঙ্কা সত্ত্বেও পারস্পরিক শুল্কারোপের পক্ষে বেশ কিছু যুক্তি উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এতে করে নিশ্চিত হবে লেভেল প্লেয়িং ফিল্ড। এছাড়াও আদায়কৃত অর্থের মাধ্যমে দেশের জাতীয় ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এতে করে আমাদের দেশ আবারো সমৃদ্ধশালী হবে। আমাদের ৩৬ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ পরিশোধে সমর্থ হব। আমাদের জন্য আজকের দিনটি সত্যিই আনন্দের। দেশকে ইতিবাচক আঙ্গিকে এগিয়ে নিয়ে এই সিদ্ধান্ত সহায়তা করবে।’

চলতি মাসের শুরুতে ভারতে ঘোষণা করা হয় বাজেট। যেখানে বেশ কিছু পণ্যের ওপর আমদানি শুল্ক কমিয়ে আনে বিজেপি সরকার। ধারণা করা হচ্ছিলো ট্রাম্পকে সন্তুষ্ট করার মাধ্যমে পাল্টা শুল্ক এড়াতে এমন পরিকল্পনা নেন মোদি। যদিও মার্কিন প্রেসিডেন্টের অসন্তুষ্টি প্রমাণ পেলো তার কথায়। জানান, অতিরিক্ত শুল্কের কারণে ভারতে ব্যবসা করা কঠিন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘শুল্কারোপকারী দেশগুলোর মধ্যে ভারত শীর্ষে। অনেক ছোট দেশ আছে ভারতের চেয়ে বেশি শুল্কারোপ করেছে। তবে ভারত অনেক বেশি শুল্কারোপ করছে। এ কারণে দেশটিতে ব্যবসা করা কঠিন। বিশ্বের সবচেয়ে বেশি শুল্কারোপ করা হয় ভারতে।’

এদিকে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করছে যুক্তরাষ্ট্র। এছাড়াও নিজের স্বার্থসিদ্ধির জন্য অপরের ক্ষতি করার মানসিকতা থেকে সরে আসতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংকিয়ান বলেন, ‘শুল্কারোপের ক্ষতিকর প্রভাবের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি নিজের স্বার্থসিদ্ধির জন্য অপরের ক্ষতি করার মানসিকতা থেকেও সরে আসুন। এভাবে বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।’

স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী ১২ মার্চ। এর আগে বিষয়টি থেকে ছাড় পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেন দরবার চালাচ্ছে কানাডা ও মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ।

ইএ