গত অক্টোবর থেকে শুরু হওয়া বিক্রি কমার প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। সে সময় বিদেশি স্মার্টফোনের বিক্রি ৪৪ দশমিক ২৫ শতাংশ কমেছিল। চীনের শীর্ষস্থানীয় বিদেশি ব্র্যান্ড অ্যাপল, হুয়াওয়ের মতো স্থানীয় ব্র্যান্ডগুলোর কাছ থেকে শক্ত প্রতিযোগিতা সম্মুখীন হচ্ছে। এছাড়া দেশটির ধীরগতির অর্থনীতির বিক্রি কমার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
এ সময়ে বিক্রি বাড়ানোর জন্য অ্যাপল চীনে চার দিনের প্রচার অভিযানও চালু করেছিল। এছাড়া অ্যাপলের ফ্ল্যাগশিপ মডেলগুলোতে ৫০০ ইউয়ান পর্যন্ত ছাড় দিয়েছিল। তবে স্থানীয়ভাবে তৈরি চিপের মাধ্যমে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের ফিরে আসার পর থেকে চীনে হুয়াওয়ের বিক্রি বেড়েছে।
২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের কিছুটা সময়ের জন্য চীনের শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ড থেকে অ্যাপল সরে গেলেও তৃতীয় প্রান্তিকে অ্যাপেল তার নিজস্ব স্থান পুনরুদ্ধার করছে। এর পরেও গত বছরের তুলনায় কোম্পানিটির স্মার্টফোন বিক্রি দশমিক ৩ শতাংশ কমেছে। একই সময়ে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ৪২ শতাংশ বেড়েছে। সামগ্রিকভাবে স্থানীয় ব্র্যান্ডসহ চীনে স্মার্টফোন বিক্রি বছরওয়ারি হিসাবে ৫ দশমিক ১ শতাংশ কমেছে। গত বছর চীনে মোট ২ কোটি ৯৬ লাখ ১০ হাজার স্মার্টফোন বিক্রি হয়েছে। —রয়টার্স