অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি করে এমন সব কন্টেন্টের বিস্তার রোধে টিকটক কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ আনা হয়। দেশটির ভেনেজুয়েলার সাংবিধানিক চেম্বারের জাস্টিস বলেন, টিকটক দেশটির অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এটি প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপও নিতে দেখা যায়নি প্রতিষ্ঠানটিকে।
গেল নভেম্বরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে দুই কিশোরের হত্যার ঘটনায় টিকটককে দায়ী করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অস্ট্রেলিয়ানদের নিষেধাজ্ঞার আদলে একটি আইন বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তিনি।