আন্তর্জাতিক বাণিজ্য
0

৮৫ হাজারের বেশি এসইউভি গাড়ি প্রত্যাহার করে নিয়েছে ফোর্ড

ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার শঙ্কায় ৮৫ হাজারের বেশি এসইউভি গাড়ি প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে ফোর্ড মোটর। সম্প্রতি ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এ কথা জানিয়েছে।

রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়, এসব গাড়িতে পুলিশ ইন্টারসেপ্টর ইউলিটি প্যাকেজ যুক্ত ছিল। এর প্রভাবে গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ইঞ্জিনের সমস্যার কারণে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার ও সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে এমন শঙ্কা রয়েছে। যে কারণে কোম্পানি বাজার থেকে গাড়ি প্রত্যাহার করে নিয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ৩ দশমিক ৩ লিটারের হাইব্রিড ও গ্যাস ইঞ্জিনচালিত গাড়িগুলো ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে তৈরি হয়েছে।

সাধারণ নাগরিকের কাছে যে মডেলের গাড়ি বিক্রি করা হয়েছে সেগুলোর তুলনায় পুলিশ ইন্টারসেপ্টর ইউটিলিটি প্যাকেজযুক্ত মডেল অনেকটাই আলাদা। এতে উন্নত পাওয়ারট্রেইন অপশন, স্ট্রাকচারাল রেইনফোর্সমেন্ট ও কার্গো স্টোরেজ রয়েছে।

tech