পিএএল এয়ারলাইন্সের মাধ্যমে পরিচালিত এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইটটি নিউফাউন্ডল্যান্ড থেকে আসার সময় ল্যান্ডিং গিয়ার ব্যর্থতার সম্মুখীন হলে এই দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমানটি বাম দিকে প্রায় ২০ ডিগ্রি কোণে হেলে যাওয়ায় বিমানের ডান অংশ আছড়ে পড়ে। এক যাত্রীর বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
বিমানটির ধারণক্ষমতা ৮০ জনের হলেও দুর্ঘটনার সময় কতজন আরোহী ছিলেন তা এখনও জানা যায়নি। এছাড়া হতাহতেরও খবর পাওয়া যায়নি।