আন্তর্জাতিক বাণিজ্য
0

হাইব্রিড গাড়ি নির্মাতাদের বিনিয়োগ সহায়তা দেবে থাইল্যান্ড

গাড়ি নির্মাণ খাতকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে থাইল্যান্ড। এর অংশ হিসেবে হাইব্রিড গাড়ি নির্মাতাদের বিনিয়োগ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে দেশটির বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই)। সেই সঙ্গে এসব গাড়ির ওপর আরোপিত কর হারও ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে কমিয়ে আনা হবে।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, গত কয়েক দশক ধরে অটোমোবাইল উৎপাদন খাতে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করছে থাইল্যান্ড। এছাড়াও রপ্তানির দিক থেকে টয়োটা-হোন্ডাসহ বিশ্বের শীর্ষ কিছু কোম্পানির পছন্দের শীর্ষে রয়েছে দেশটি।

সম্প্রতি থাইল্যান্ডের গাড়ি উৎপাদন খাতে বিনিয়োগ করেছে চীনের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডি ও গ্রেট ওয়াল মোটর। এর ফলে এ খাতটি বেশ এগিয়েছে। প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য বর্তমানে থাইল্যান্ড সরকার বিনিয়োগ সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।

হাইব্রিড মডেল সম্পর্কে বিওআইয়ের সেক্রেটারি জেনারেল নারিত থেরডস্টিরাসুকদি বলেন, ‘বিদ্যুচ্চালিত যানবাহন পরিবর্তনে নতুন এ প্রযুক্তি বেশ সহায়ক হবে।’

তিনি বলেন, হাইব্রিড গাড়ির অন্যতম উৎপাদনকারী হয়ে ওঠার জন্য থাইল্যান্ডের সক্ষমতা রয়েছে। সেই সঙ্গে এ কাজে সহায়তার মাধ্যমে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কাজ ও করা যাবে। এর মাধ্যমে দেশটির সামগ্রিকভাবে ১৩৯ কোটি ডলার বিনিয়োগ পাওয়া সম্ভব হবে।’

বিওআই আরো জানায়, আগামী চার বছরে হাইব্রিড গাড়ি নির্মাতারা ৩০০ কোটি বাত (থাই মুদ্রা) বিনিয়োগ করবে। এছাড়া পাঁচ বছরের মধ্যে কর হারও কমানো হবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর