পরবর্তী প্রজন্মের ম্যাকবুক উৎপাদন শুরু করবে অ্যাপল
অ্যাপলের নতুর সিলিকন বা প্রসেসর শিগগিরই অ্যাসেম্বলি লাইনে প্রবেশ করতে যাচ্ছে। সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যান এ তথ্য জানিয়েছেন। সে হিসেবে কোম্পানিটি পরবর্তী প্রজন্মের ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার ও ম্যাক মনিটরের ব্যাপক উৎপাদনের উদ্যোগ নিচ্ছে। খবর এনগ্যাজেটের।