চলতি সপ্তাহে রাইজেন এক্সথ্রিডি প্রসেসর উন্মোচন করবে এএমডি

চলতি সপ্তাহে রাইজেন এক্সথ্রিডি প্রসেসর উন্মোচন করবে এএমডি | এখন
0

চলতি সপ্তাহে রাইজেন এক্সথ্রিডি প্রসেসর উন্মোচনের ঘোষণা দিয়েছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। ১২ মার্চ এটি প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। এ বছরের সিইএস সম্মেলনে রাইজেন ৯ ৯৯৫০এক্সথ্রিডি ও ৯৯০০এক্সথ্রিডি প্রসেসর উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি। এবং এখন পর্যন্ত এটি গেমিংয়ের জন্য কোম্পানিটির সবচেয়ে শক্তিশালী প্রসেসর বলে এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে।

রাইজেন ৯ ৯৯৫০এক্সথ্রিডিতে ১৬ জেনের ৫টি সিপিইউ রয়েছে, যেগুলো সর্বোচ্চ বুস্ট সক্ষমতা ৫ দশমিক ৭ গিগাহার্টজ। এছাড়াও এতে দ্বিতীয় প্রজন্মের থ্রিডি ভি-ক্যাশ টেক দেয়া হয়েছে, যা আরো উন্নত পারফরম্যান্স নিশ্চিত করে থাকে।

অন্যদিকে ৯৯০০এক্সথ্রিডিতে ১২টি সিপিইউ রয়েছে এবং এগুলোর সর্বোচ্চ বুস্ট সক্ষমতা ৫ দশমিক ৫ গিগাহার্টজ। দুটি প্রসেসরের জন্য এএমডির থ্রিডি ভি-ক্যাশ টেক অন্যতম একটি ফিচার। ল্যাপটপ প্রসেসরের আগে ডেস্কটপ প্রসেসরে প্রথম এ প্রযুক্তি বা ফিচার যুক্ত করেছিল এএমডি।

১২ মার্চ থেকে ক্রেতারা নতুন দুই প্রসেসরের ক্রয়াদেশ দিতে পারবেন বলে কোম্পানি সূত্রে জানা গেছে। ৯৯৫০এক্সথ্রিডির দাম ৬৯৯ ডলার ও ৯৯০০এক্সথ্রিডির দাম শুরু হবে ৫৯৯ ডলার থেকে।

এএইচ