চলতি সপ্তাহে রাইজেন এক্সথ্রিডি প্রসেসর উন্মোচনের ঘোষণা দিয়েছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। ১২ মার্চ এটি প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। এ বছরের সিইএস সম্মেলনে রাইজেন ৯ ৯৯৫০এক্সথ্রিডি ও ৯৯০০এক্সথ্রিডি প্রসেসর উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি। এবং এখন পর্যন্ত এটি গেমিংয়ের জন্য কোম্পানিটির সবচেয়ে শক্তিশালী প্রসেসর বলে এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে।