এআই ট্রান্সলেশন ও নোটিফিকেশন ফিচারসহ লেনোভোর কনসেপ্ট গ্লাস

লেনোভো এআই গ্লাসেস কনসেপ্ট
লেনোভো এআই গ্লাসেস কনসেপ্ট | ছবি: সংগৃহীত
0

কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬–এ হংকং ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো উন্মোচন করলো নতুন কনসেপ্ট স্মার্টগ্লাস। লেনোভো স্মার্টগ্লাসটির নাম রেখে ‘লেনোভো এআই গ্লাসেস কনসেপ্ট’। এআই প্রযুক্তি ব্যবহার করে এতে থাকবে এআই ট্রান্সলেশন ও নোটিফিকেশন সামারি ফিচার। কোম্পানি দাবি করেছে এ স্মার্টগ্লাসটির ব্যবহারকারীদের পারিপার্শ্বিক পরিবেশ বিবেচনা করে কাজের মানকে আরও উন্নত ও কার্যকর করবে। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নতুন কনসেপ্ট স্মার্টগ্লাস দেখতে সাধারণ চশমার মতো হলেও এতে রয়েছে একাধিক স্মার্ট এআই ফিচার। যদিও গ্লাসটি মেটার রে-ব্যান ডিসপ্লের সঙ্গে বেশ মিল রয়েছে।

স্মার্ট চশমাটি ওজন মাত্র ৪৫ গ্রাম, যা এক চার্জে টানা ৮ ঘণ্টা ব্যাকআপ দেবে। লোনোভো জানিয়েছে, গ্লাসটি ফুল চার্জ দিয়ে সারাদিনের অফিস কাজ করা যাবে।

গ্লাসটি ব্যবহারকারীরা যেকোনো স্মার্ট ডিভাইসের সঙ্গে ওয়্যারলেসভাবে যুক্ত করে ব্যবহার করতে পারবে। মূলত কম্পিউটেশনের কাজ ওই ডিভাইসেই করা হবে। লেনোভো ও মোটোরোলার কিরা এআই প্ল্যাটফর্ম এতে রিয়েল-টাইম লাইভ ট্রান্সলেশন এবং ইমেজ রিকগনিশন জন্য ব্যবহার করা হবে।

আরও পড়ুন :

এতে আরও থাকবে ‘ক্যাচ মি আপ ফিচার’, যার মাধ্যমে কালেক্টেড ডিভাইস থেকে নোটিফিকেশনগুলোকে সংক্ষিপ্ত আকারে স্মার্টগ্লাসের ডিসপ্লেতে দেখা যাবে। এছাড়াও থাকবে টাচ ও ভয়েস কন্ট্রোল, টেলিপ্রম্পটার সফটওয়্যার ব্যবহারের সুবিধা।

এটি স্পিকারসহ ওয়্যারলেস মিউজিক প্লেব্যাক করার জন্য ব্যবহার করা যাবে। তবে লেনোভো কবে নাগাদ স্মার্টগ্লাসটি বিক্রির জন্য ভোক্তা বাজারে আনবে তা এখনো জানায়নি।

এএম