২০১৫ সালে ফেসবুক অ্যাপে মেনশন ফিচার চালু হওয়ার পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে লাইভ ভিডিও সম্প্রচার ফিচারটি প্রথম চালু করা হয়। ফেসবুকের বহু ব্যবহারকারী ফিচারটি পছন্দ করেন ও নিয়মিত ব্যবহার শুরু করেন।
আগে ফেসবুকের লাইভ ভিডিও অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা গেলেও নতুন নীতিমালা অনুযায়ী ৩০ দিনের বেশি লাইভ ভিডিও সংরক্ষণ করে রাখা যাবে না।
পোস্টে মেটা জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে তাদের এ নীতিমালা চালু হয়েছে। এখন থেকে কোনো প্রোফাইল বা পেজ থেকে লাইভ করা হলে তা ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
তবে পুরোনো লাইভ ভিডিও মুছে ফেলার আগে ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল ও বার্তার মাধ্যমে সতর্ক করা হবে। সতর্ক বার্তা পাওয়ার ৯০ দিনের মধ্যে ভিডিও ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
ব্যবহারকারীদের জন্য লাইভ ভিডিও ডাউনলোড সহজ করতে নতুন টুলও যুক্ত করেছে মেটা। যার মাধ্যমে পৃথক বা একসঙ্গে বা একসাথে ভিডিও ডাউনলোড করা যাবে।
আরো পড়ুন: অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বন্ধ করছে অ্যামাজন
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ‘এ পরিবর্তন আমাদের স্টোরেজ নীতিকে ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এবং ফেসবুকে লাইভ ভিডিওর অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।’
পুরোনো লাইভ ভিডিও সংরক্ষণের জন্য তিনটি পদ্ধতির কথা জানিয়েছে ফেসবুক। এ পদ্ধতি অনুসরণ করে ব্যবহারকারীরা লাইভ ভিডিও নিজেদের কাছে রাখতে পারবে। এগুলো হলো-
ডাউনলোড : ফেসবুক ব্যবহারকারীরা লাইভ ভিডিও ডাউনলোড করে নিজেদের স্টোরেজ ডিভাইসে সেগুলো সংরক্ষণ করতে পারবেন।
ক্লাউড স্টোরেজে স্থানান্তর: গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো ক্লাউড স্টোরেজেও ভিডিও ফাইলগুলো ট্রান্সফার করে রাখতে পারবেন।
রিলসে রূপান্তর: এছাড়া লাইভ ভিডিও থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত এডিটিং করে ফেসবুক রিলসে রূপান্তর করেও সংরক্ষণ করা যাবে।