প্রাইভেসি প্রটেকশনের পেজে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি ডিফেন্ডারে থাকা বিল্ট ইন ভিপিএন বন্ধ করে দেয়া হবে। মূলত মাইক্রোসফট ডিফেন্ডারের সাথে যারা ফ্যামিলি বা পার্সোনাল মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশন নিয়েছে তারা এ সুবিধা পেয়ে থাকেন।
সাপোর্ট পেজের বিবৃতিতে মাইক্রোসফট জানায়, ব্যবহারকারী ও তাদের পরিবারকে অনলাইনে সুরক্ষিত রাখাই আমাদের লক্ষ্য। আমরা প্রতিনিয়ত আমাদের পরিষেবার ব্যবহার ও ফিচারের কার্যকারিতা পর্যালোচনা করে থাকি। এর অংশ হিসেবে বর্তমানে প্রাইভেসি প্রটেকশন ফিচার সরানোরে উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
পাশাপাশি গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে কাজও করা হচ্ছে। বিবৃতিতে মাইক্রোসফট জানায়, নির্ধারিত সময় শেষেও ব্যবহারকারীরা ডিফেন্ডারে ভিপিএন প্রোফাইল দেখতে পারবে। ব্যবহারকারীদের ম্যানুয়ালি সেটা অপসারণ করতে হবে। তবে উইন্ডোজ, আইওএস ও ম্যাকওএস ব্যবহারকারীদের কোনো কিছু করতে হবে না।
মাইক্রোসফট আরো জানায়, বর্তমানে শুধু ভিপিএন ব্যবহারের সুবিধা বন্ধ করে দেয়া হচ্ছে। তবে ডিভাইস প্রটেকশন, আইডেন্টিটি থেফট ও যুক্তরাষ্ট্রে ক্রেডিট মনিটরিং ফিচার চালু থাকবে।