ক্রোম ব্রাউজার বিক্রি করতে পারে অ্যালফাবেট ইনকর্পোরেশন
ইন্টারনেট ব্রাউজারের কথা শুনলে প্রথমেই চলে আসবে ক্রোমের নাম। এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ হাজার কোটি বারের বেশি ডাউনলোড করা হয়েছে গুগলের এই ব্রাউজার। এমনকি ব্রাউজারের দুনিয়ায় ৬৫ শতাংশ বাজার ক্রোমের দখলে। এবার সেই ক্রোম ব্রাউজারকেই বিক্রি করতে পারে অ্যালফাবেট ইনকর্পোরেশন।