প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

আগামী বছর এক্সটেন্ডেড রিয়ালিটি ডিভাইস আনবে স্যামসাং

এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) ওয়্যারেবল ডিভাইস বাজারজাতের লক্ষ্যে কাজ করছে স্যামসাং। সংশ্লিষ্টদের মতে, আগামী বছর ডিভাইসটি বাজারে আসতে পারে। সম্প্রতি প্রকাশিত আয় প্রতিবেদনে নতুন ডিভাইসের ছবিও দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানিটি।

মূলত গ্যালাক্সি ইকোসিস্টেমে গ্রাহকদের আরো উন্নত অভিজ্ঞতা নিশ্চিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছর গ্যালাক্সি এস২৩ আনপ্যাকড ইভেন্টে স্যামসাং প্রথম অগমেন্টেড, মিক্সড ও ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইস বাজারজাতের বিষয়ে প্রথম ঘোষণা দেয়।

কোম্পানির তথ্যানুযায়ী, ওয়্যারেবল ডিভাইসের জন্য গুগলের ডিজাইন করা অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করবে স্যামসাং এবং এসব ডিভাইসে কোয়ালকমের চিপসেট থাকতে পারে।

নাইনটুফাইভগুগলের এক নোট ও আগে প্রকাশিত প্রতিবেদনে স্যামসাং জানিয়েছিল, চলতি বছরের অক্টোবরে কোম্পানি ওয়্যারেবল ডিভাইসের ডেভেলপার ভার্সন উন্মোচন করবে। তবে সেটি হয়নি।

এছাড়াও সম্প্রতি প্রকাশিত আয় প্রতিবেদনেও ডিভাইস বাজারজাতের বিষয়ে কোনো তথ্য জানায়নি। যে কারণে ওয়্যারেবল ডিভাইস আগামী বছরও বাজারে আসবে কি না সেটিও নিশ্চিত নয়।

আয় প্রতিবেদন প্রকাশের সময় স্যামসাংয়ের ইভিপি জায়েজুন কিম আরো সাশ্রয়ী মূল্যে ফোল্ডেবল ডিভাইস তৈরির বিষয়ে জানিয়েছেন। তিনি জানান, গ্রাহকদের কাছে ফোল্ডেবল ডিভাইসের বেশ গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে। যে কারণে বর্তমানে কোম্পানি এ ডিভাইস কেনার ক্ষেত্রে ব্যয় কমানোর কথা ভাবছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর