প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

চ্যাটজিপিটির জন্য নতুন ইন্টারফেস আনবে ওপেনএআই

ক্যানভাস নামের নতুন ওয়ার্কস্পেস ইন্টারফেসের পরীক্ষা চালাচ্ছে ওপেনএআই। এরই মধ্যে অফিশিয়াল ব্লগে চ্যাটজিপিটির নতুন ওয়ার্কস্পেস উন্মোচন করেছে এআই জায়ান্টটি। বর্তমানে চ্যাটজিপিটি প্লাস ও টিম ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়েছে।

এনগ্যাজেটে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীরা আগামী সপ্তাহ থেকে ক্যানভাস ইন্টারফেস ব্যবহার করতে পারবে।

কোম্পানির তথ্যানুযায়ী, ক্যানভাস মূলত একটি ভার্চুয়াল ইন্টারফেস স্পেস, যেখানে সব ধরনের লেখা ও কোডিং প্রকল্প পরিচালনা করা সম্ভব। এখানে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে পারবে ব্যবহারকারী।

নতুন এ ইন্টারফেসে সাধারণ কথোপকথনের বাইরে সাইডে আলাদা উইন্ডো চালু হয় বলে ব্লগপোস্ট সূত্রে জানা গেছে। এখানে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মডেলে মনোযোগ দেয়া যায় এবং এডিটিংয়ের সুবিধা রয়েছে। ব্লগপোস্টের তথ্যানুযায়ী, ইউজ ক্যানভাস লেখার মাধ্যমে এবং প্রয়োজন অনুযায়ী চালু হওয়া দুইভাবেই ক্যানভাস ইন্টারফেস ব্যবহার করা যাবে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, কোডিং প্রকল্প পরিচালনা ও লেখার জন্য বেশ কিছু শর্টকাটও রয়েছে। নতুন ইন্টারফেসে ব্যবহারকারী নির্ধারিত বিষয় এডিটিংয়ের জন্য চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারবে।

এএইচ