ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল বাজার, যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটিরও বেশি এবং ডেটার খরচও অত্যন্ত কম। এই বিপুল সংখ্যক ব্যবহারকারী যখন এআই টুলস ব্যবহার করে বিভিন্ন প্রশ্ন করবে বা নির্দেশনা দেবে, সেই ডেটাগুলোই এআই মডেলগুলোকে আরও উন্নত ও বৈচিত্র্যময় করে তুলবে।
ভারত একটি বহুভাষিক দেশ। ভারতের বৈচিত্র্যময় চাহিদা, ব্যবহারকারীর আচরণ ও সমস্যার ধরন এআই সিস্টেমগুলোকে বৈশ্বিকভাবে কার্যকর করার জন্য এক আদর্শ 'পরীক্ষাস্থল' হিসেবে কাজ করে।





