চলতি বছর ওপেনএআই প্রাপ্তবয়স্কদের জন্য অ্যাডাল্ট কনটেন্ট ব্যবহারের অনুমতি দেবে। তবে ঠিক কীভাবে এ বয়স যাচাই করা হবে বা প্রাপ্তবয়স্ক কনটেন্টের জন্য আর কী কী সুরক্ষা ব্যবস্থা থাকবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওপেনএআই।
এক্স এর এক পোস্টে মি. অল্টম্যান বলেন, ‘জনপ্রিয় চ্যাটবটের আপকামিং ভার্সনগুলো এটিকে আরও বাস্তবসম্মত করতে সক্ষম করবে। তবে শুধুমাত্র যদি এটি ব্যবহারকারি চায়, কারণ এটি ব্যবহারে ম্যাক্সিং করে রাখা আছে।’
ইলন মাস্ক সম্প্রতি এক্স এআই এর গ্রোক-এ দুটি অ্যাডাল্ট চ্যাটবট প্রবর্তন করেছে। এ পদক্ষেপ, ওপেন এআই এর পেয়িং সাবস্কাইবারসদের আকর্ষণ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ সিদ্ধান্তে যেমন অনেকে স্বাগত জানাচ্ছেন, তেমনি শিশু সুরক্ষা এবং এআই ব্যবহারের নৈতিকতা নিয়ে উঠছে প্রশ্ন।





