প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

অক্টোবরে একাধিক ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করবে অপো

অক্টোবরে নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারজাত করবে অপো। এ দুটি ডিভাইস হলো ফাইন্ড এক্স ৮ ও এক্স ৮ প্রো। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী, আরও দুটি ডিভাইসের সঙ্গে স্মার্টফোনগুলো বাজারে আসবে। সে হিসেবে অক্টোবরে মোট ৪টি ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

উইবোতে দেয়া পোস্টে টিপস্টার জানান, ফাইন্ড এক্স ৮ সিরিজের স্মার্টফোনের সঙ্গে প্যাড ৩ প্রো ট্যাবলেট ও এনকো এক্স ৩ ইয়ারবাডস উন্মোচন করতে পারে কোম্পানিটি। তবে কবে নাগাদ ডিভাইসগুলো বাজারে আসবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কোম্পানির নতুন পণ্যগুলো সব ফ্ল্যাগশিপ পর্যায়ের বলে জানা গেছে। উদাহরণস্বরূপ ফাইন্ড এক্স ৮ ও এক্স ৮ প্রো তে মিডিয়াটেকের আসন্ন ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে।

দুটি ডিভাইসেই ওএলইডি প্যানেল থাকবে। তবে আগের ডিভাইসে ফ্ল্যাট ৬ দশমিক ৭ ইঞ্চির প্যানেল থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। পরের ডিভাইসটিতে ৬ দশমিক ৮ ইঞ্চির কার্ভড ডিসপ্লে দেয়া হতে পারে।

ডিভাইস দুটির ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেলের মেইন, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং একটি থ্রি এক্স টেলিফটো লেন্স ব্যবহার করা হতে পারে। প্রো মডেলে টেন এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে বলেও জানা গেছে।

দুটি ডিভাইসেই ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সুবিধা থাকবে। ব্যাটারি হিসেবে এক্স ৮ এ ৫ হাজার ৬০০ এবং এক্স ৮ প্রো তে ৫ হাজার ৭০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।

অন্যদিকে, অপো প্যাড থ্রি প্রোতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং এডিশন প্রসেসর, ১৬ জিবি র‌্যাম ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর কালারওএস ১৫ দেয়া হবে। তবে এসব ডিভাইসের দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

tech