স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রায় আসতে পারে বড় পরিবর্তন

স্যামস্যাং গ্যালাক্সি এস ২৬ আলট্রা
স্যামস্যাং গ্যালাক্সি এস ২৬ আলট্রা | ছবি: সংগৃহীত
0

স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ আলট্রাতে নতুন একাধিক পরিবর্তন আসতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দ্য_গ্লক্স অ্যাকাউন্ট থেকে আনরিলিজড এ ডিভাইসটির একটি ভিডিওসহ স্পেসিফিকেশন ফাঁস করা হয়। অ্যাকাউন্টটি থেকে আরও জানা যায়, এবারের ফ্ল্যাগশিপ ফোনটিতে স্যামসাং প্রায় নতুন ১০টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। ফোনঅ্যারেনাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গ্যালাক্সি এস২৬ আলট্রায় নতুন প্রজন্মের এম১৪ ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে, যা আগের এম১৩ ডিসপ্লের তুলনায় প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এছাড়া ব্যবহারকারীদের গোপনীয়তা আরও সুরক্ষিত করতে ডিসপ্লেতে যুক্ত হতে পারে ইন্টিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন, যা পাশ থেকে তাকিয়ে দেখার সুযোগ কমিয়ে দেবে।

আরও পড়ুন :

আরও জানা যায়, স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপের ক্যামেরা বিভাগেও বড় মাত্রা পরিবর্তন আনছে স্যামসাং। মেইন ও টেলিফটো ক্যামেরায় আগের চেয়ে বড় অ্যাপারচার যুক্ত করা হয়েছে। যে কারণে কম আলো থাকলেও ভালো মানের ছবি তোলার সক্ষমতা থাকবে ফোনটিতে।

এছাড়া ক্যামেরা লেন্সের নতুন উন্নত কোটিং করা হয়েছে, যা ছবি তোলার ক্ষেত্রে ফ্লেয়ার কমাতে সহায়তা করবে। পাশাপাশি ভিডিও ধারণের সময় অটোফোকাস ট্রানজিশন ও শার্পনেস নিয়ন্ত্রণে নতুন একাধিক ফিচারও যুক্ত হবে বলে জানা গেছে। সঙ্গে থাকবে সেলফি ক্যামেরায় ওয়াইডার ভিউ অপশন।

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপে দ্রুততর প্রসেসর ও মেমোরির পাশাপাশি থাকবে ৬০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সুবিধা। আর ব্যাটারি ৫ হাজার ১০০ থেকে ৫ হাজার ৪০০ মিলি অ্যাম্পিয়ার দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় দ্য_গ্লক্স। আশা করা হচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্যামসাংয়ের আনপ্যাকড অনুষ্ঠানে গ্যালাক্সি এস২৬ আলট্রা উন্মোচন করা হবে।

এএম