গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতায় হাই-এন্ড ট্যাবলেট আনবে শাওমি

উন্নত ব্যাটারি ও চার্জিং সক্ষমতার নতুন ডিভাইস বাজারজাতে কাজ করছে শাওমি। আর এটি অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। সম্প্রতি গিজমোচায়না প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী, ডিভাইসটিতে ডুয়াল সেলের ব্যাটারি ডিজাইন থাকবে এবং এটি ৫ হাজার ৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি হতে পারে।

প্রযুক্তিবিদদের মতে, এ সেটআপটি ১২ হাজার মিলি অ্যাম্পিয়ার সিঙ্গেল সেল ব্যাটারির কাছাকাছি। এছাড়াও ডিভাইসটিতে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। যেটি অন্য মডেলের তুলনায় দ্রুত ডিভাইস চার্জ করে থাকে।

ডিভাইসের মডেলের বিষয়ে কিছু না জানা গেলেও এটি নতুন মডেল হবে সেটি নিশ্চিত।

আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ওএলইডি ডিসপ্লের একটি ট্যাবলেট বাজারে আনতে পারে শাওমি। যাতে ১১ ইঞ্চির ডিসপ্লে ১৪৪ হার্টজের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগনের উন্নত প্রসেসর, ২৪ জিবি র‌্যাম ও ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং থাকতে পারে।

শাওমি প্যাড ৬ সিরিজের ডিজাইনের সঙ্গে মিল থাকতে পারে বলেও তথ্য পাওয়া গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ডিজিটাল চ্যাট স্টেশন জানায়, নতুন ট্যাবলেটটি শাওমির রেডমি লাইনআপে থাকবে না।

এএইচ