সিলিকন-কার্বন ব্যাটারি বিকাশে কাজ করছে স্যামসাং ও অ্যাপল

প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

সিলিকন-কার্বন (এসআই-সি) ব্যাটারি ব্যবহৃত প্রথম স্মার্টফোন বাজারে এনেছিল চীনা কোম্পানি। যেখানে স্যামসাং ও অ্যাপলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে এখনো পুরনো প্রযুক্তির ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয়। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন বলছে এ দুটি কোম্পানিও নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।

কোরিয়ান ব্লগিং প্লাটফর্মের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ও স্যামসাং উভয় কোম্পানি এখন সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি নিয়ে কাজ করছে।

স্যামসাং এসআই-সি ব্যাটারির প্রযুক্তি বিকাশে সিলিকন-কার্বন নিয়ে কাজ করছে, তবে কবে নাগাদ এটি তাদের বাণিজ্যিক ডিভাইসে দেখা যাবে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে অ্যাপলও ব্যাটারি প্রযুক্তিতে পরিবর্তন আনতে বিকল্প পথ খুঁজছে।

মূলত সিলিকন-কার্বন ব্যাটারিতে অল্প জায়গায় আগের প্রযুক্তির চেয়ে বেশি চার্জ সঞ্চয় করে রাখা যায়। এটি মূলত স্মার্টফোনগুলোতে ছোট আকারের ব্যাটারিতে বেশি পরিমাণে চার্জ ধরে রাখার সুবিধা দিয়ে থাকে। তবে এ প্রযুক্তি কোন মডেলের স্মার্টফোনে আসবে সে সম্পর্কে কোম্পানি দুটির পক্ষ থেকে কিছু জানানো হয় নি।

এএম