প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

পিক্সেল ৯ সিরিজে থাকবে ৪৫ ওয়াটের চার্জার

আগামী সপ্তাহে অনুষ্ঠানের মাধ্যমে পিক্সেল ৯ সিরিজ উন্মোচন করবে গুগল। উন্মোচনের আগে নতুন ডিভাইসের বিভিন্ন ফিচার ও সুবিধা নিয়ে আরো তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী, পিক্সেল ৯ সিরিজে ৪৫ ওয়াটের ইউএসবি-সি চার্জার থাকতে পারে।

গুগলের ইভেন্ট ঘিরে পিক্সেল ৯ ও ওয়াচ ৩ সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে ৯ সিরিজের ডিভাইস নিয়ে তথ্য ফাঁস করেছেন টিপস্টার মিস্টেরিলুপিন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি চার্জারের ছবি পোস্ট করেছেন।

উন্মোচনের অপেক্ষায় থাকা পিক্সেল ডিভাইসে আগের মতো চারকোনা আকৃতির চার্জার ব্যবহার করেনি গুগল। এর পরিবর্তে গোলাকার শেপ দেয়া হয়েছে এবং ইউএসবি-সি পোর্টটি চার্জারের নীচের দিকে থাকবে। যেখানে বর্তমানে প্রচলিত চার্জারে পোর্ট উপরের দিকে থাকে।

ফাঁস হওয়া ছবিতে চার্জারের ইউরোপীয়ান ভার্সন দেখা গেছে। সূত্রের তথ্যানুযায়ী ইউএস মডেলটি আরো আকর্ষণীয় হবে। এর আগে পিক্সেলবুকের সঙ্গেও ৪৫ ওয়াটের ইউএসবি-সি পাওয়ার ব্রিক সরবরাহ করেছিল গুগল। তবে নতুন যে চার্জারটি আসবে তা আকারেও ছোট এবং ডিজাইনও আকর্ষণীয়।

ফাঁস হওয়া তথ্যানুযায়ী, নতুন চার্জারের মাধ্যমে পিক্সেল ৯ প্রো এক্সএল মাত্র ৩০ মিনিটে ৭০ শতাংশ চার্জ হবে। ফলে বর্তমানে প্রচলিত ৩০ ওয়াটের চার্জারের বিপরীতে ফোনের চার্জিং সক্ষমতা বাড়বে।

প্রযুক্তিবিদরা জানান, পিক্সেল ৯ সিরিজে পাওয়ার ডেলিভারি (পিডি) চার্জিং রয়েছে। ফলে ব্যবহারকারীর কাছে কো্নো পিডি চার্জার থাকলে সেটি দিয়েই চার্জ দেয়া যাবে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর