সম্প্রতি দ্য ইলেক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এসই ৪ ডিভাইসে আইফোন ১৩ এর ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে।
প্রতিবেদনে বলা হয়, এসই সিরিজের ডিভাইসে ওএলইডি প্যানেল সরবরাহকারী হিসেবে দ্বিতীয় কোম্পানি হবে এলজি ডিসপ্লে। প্রথম সরবরাহকারী হিসেবে প্যানেল সরবরাহ করবে বিওই। স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এ চুক্তি অর্জন করেছে বিওই।
সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, আইফোন এসই ৪ এর জন্য সবচেয়ে বড় ডিসপ্লে ইউনিট সরবরাহ করবে বিওই। বাকি ডিসপ্লে ইউনিটগুলো দ্বিতীয় সরবরাহকারী কোম্পানির কাছ থেকে আসবে। দ্য ইলেকের তথ্যানুযায়ী, আইফোন এসই ৪ এর নতুন সংস্করণে ১৩ এর ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হলেও এর ফিচার কমিয়ে দেয়া হবে।
আইফোন ১৩এসের জন্য ডিসপ্লে ইউনিট সরবরাহ করেছে এলজি। একই ডিসপ্লের ভিন্ন ভার্সনের ব্যবহার অ্যাপলের ব্যয় কমাবে এবং উৎপাদনও সহজ হবে।
চলতি মাসের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আইফোন এসই ৪ এ ৬ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। যেখানে আইফোন ১৩ এ ৬ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছিল। সে হিসেবে প্রযুক্তিবিদদের মতে, আইফোন এসই ৪ এ ডিসপ্লে প্যানেল বসাতে হলে এলজিকে বেশ কিছু বিষয় পরিবর্তন করতে হবে।
অন্যদিকে তিয়ানমা নামের আরেকটি কোম্পানি নতুন আইফোন এসই ৪ এর জন্য ডিসপ্লে ইউনিট সরবরাহের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তবে সংশ্লিষ্টদের মতে, বিওইর তুলনায় এ কোম্পানির প্রযুক্তি কিছুটা পুরোনো।