প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

গুগল মেসেজে যুক্ত হলো স্ন্যাপচ্যাটের ফিচার

ব্যবহারকারীদের জন্য মেসেজে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল। এটি অনেকটা স্ন্যাপচ্যাটের ফেস ফিল্টারের মতো। ছবি ও ভিডিও মেসেজিংয়ে এটি ব্যবহার করা যাবে।

চলতি মাসের শুরুতে ফিচারটির বিষয়ে প্রথম তথ্য প্রকাশ্যে আসে এবং বর্তমানে কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। গিজচায়নায় প্রকাশিত প্রতিবেদনে ফিচারটির বিষয়ে জানানো হয়েছে।

গুগল মেসেজ অ্যাপের ভেতরে থাকা ক্যামেরা ইন্টারফেস থেকে ফিচারটিতে প্রবেশ করা যাবে। ক্যামেরার শাটার বাটনের পাশে থাকা বাটন ক্লিক করে ব্যবহারকারীরা বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে পারবে। তবে সব ব্যবহারকারীর জন্যে এখনো এটি চালু করা হয়নি।

প্রাথমিকভাবে ফিচারে নয়টি ফিল্টার দেয়া হয়েছে। কোম্পানির তথ্যানুযায়ী, মেসেজিংয়ে ছবি ও ভিডিও ক্লিপ পাঠানো ক্ষেত্রে এ ফিল্টারগুলো আরো মজাদার ও উন্নত অভিজ্ঞতা দেবে। কোম্পানি জানায় এখনো সব ব্যবহারকারীর জন্য ফিল্টার ফিচারটি চালু করা হয়নি। এমনকি যারা গুগল মেসেজের বেটা ভার্সন ব্যবহার করছে তারাও এখনি ফিচারটি পাবে না বলে জানা গেছে। সংশ্লিষ্টদের ধারণা, সামনের সপ্তাহগুলোতে আরো বড় পরিসরে ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে।

গুগল মেসেজে নতুন ফিচার চালুর পাশাপাশি আরসিএসের মাধ্যমে ভালো রেজল্যুশনের ছবি পাঠানোর সুবিধা নিয়েও কাজ করছে গুগল। প্রযুক্তিবিদদের মতে এর মাধ্যমে উন্নত মানের ছবি পাঠানোর দিক থেকে স্যামসাং মেসেজের সঙ্গে প্রতিযোগিতায় নামবে গুগল।

এএইচ