প্রাথমিক পর্যায়ে ম্যাপের ওয়েব বেটা ভার্সন চালু করা হয়েছে। এছাড়াও এখন শুধু ইংরেজি ভাষায় অ্যাপল ম্যাপ ব্যবহার করা যাবে। ম্যাক ও আইপ্যাড থেকে সাফারি বা ক্রোম ব্রাউজার ব্যবহার করে ম্যাপে প্রবেশ করা যাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীরা ক্রোম ও এজ ব্রাউজার থেকে এ পরিষেবা গ্রহণ করতে পারবে। এক বিবৃতিতে অ্যাপল জানায়, অন্যান্য ভাষায় ম্যাপ ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিতে কোম্পানি কাজ করছে। এছাড়াও ডিভাইসের তালিকাও বাড়ানো হবে। তবে বর্তমানে শুধু আইফোন ব্যবহারকারীরা ম্যাপের সুবিধা পাবে।
অ্যাপল ম্যাপের ওয়েব ভার্সনে দিক-নির্দেশনাম, গাইড, ওপেনিং আওয়ার, রিভিউ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পাশাপাশি খাবার অর্ডার করা থেকে শুরু করে ব্যবহারকারীরা অন্যান্য সুবিধাও পাবে। সামনের মাসগুলোতে প্লাটফর্মে আরো বিভিন্ন ফিচার যুক্ত করা হবে বলে জানিয়েছে অ্যাপল।
ম্যাপ পরিষেবায় দীর্ঘদিন থেকে শীর্ষে রয়েছে গুগল। তবে নতুন এ সুবিধা চালুর মাধ্যমে অ্যাপল প্রতিযোগিতায় নামবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ম্যাপ চালুর কয়েক বছর আগে ওয়েবের মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাপল মিউজিক ব্যবহারের সুবিধাও দিয়ে আসছে মার্কিন কোম্পানিটি।