সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থার তথ্যানুযায়ী, বিক্রি বাড়লেও ডিভাইসের চাহিদা স্বাভাবিক হতে আরো সময় লাগবে।
আইডিসির তথ্যানুযায়ী, টানা চার প্রান্তিক ধরে বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে কোম্পানিগুলো দাম সর্ম্পকে সচেতন গ্রাহকদের আকৃষ্টের পাশাপাশি বাজার হিস্যা বাড়াতে কাজ করছে।
আইডিসির ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাকার দলের গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, স্মার্টফোন বাজার ঘিরে সংশ্লিষ্টরা বেশ আশাবাদী। এর পেছনে গড় বিক্রয় মূল্যের ঊর্ধ্বমুখীতা এবং এআইয়ের প্রতি গ্রাহকদের আগ্রহ বড় প্রভাবক হিসেবে কাজ করছে। এসব বিষয় চলতি বছর স্মার্টফোন বাজারের ১৯ শতাংশ দখলে রাখবে।’
পোপাল আরো বলেন, ‘অ্যাপল ও স্যামসাং বাজারের শীর্ষে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রিমিয়াম স্মার্টফোন ক্যাটাগরিতে কোম্পানি দুটোর প্রতিযোগিতা চলমান। অন্যদিকে চাহিদা কম থাকলেও চীনের কোম্পানিগুলো সাশ্রয়ী মূল্যের ডিভাইস সরবরাহ বাড়াচ্ছে।’
গত মাসে অ্যাপল ডেভেলপার কনফারেন্সে নিজস্ব এআই ফিচার প্রকাশ করেছে। ওপেন এআইয়ের চ্যাট জিপিটির সহায়তায় এ ফিচার তৈরি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। এছাড়া স্যামসাংও গত সপ্তাহে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে নতুন মডেলের ডিভাইস উন্মোচন করেছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে কোম্পানিগুলো হাই-এন্ড মার্কেটে গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হবে।