আইওএস ১৯ এ এআইনির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট ফিচার থাকতে পারে

অ্যাপলের একটি শোরুমে ক্রেতাদের সমাগম
অ্যাপলের একটি শোরুমে ক্রেতাদের সমাগম | ছবি: সংগৃহীত
0

অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স ২০২৫ শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি রয়েছে। তবে এর মধ্যেই নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৯ সংক্রান্ত বেশ কিছু বিষয় বা তথ্য প্রকাশ্যে আসছে।

সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যান নতুন তথ্য দিয়েছেন। তার তথ্যানুযায়ী, পরবর্তী অপারেটিং সিস্টেমের জন্য নতুন এআইনির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট ফিচার নিয়ে কাজ করছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট।

মার্ক গুরম্যানের সূত্রের তথ্যানুযায়ী, ব্যাটারি ব্যাকআপ ও এর ব্যবহার নিয়ন্ত্রণে অ্যাপল নতুন এআই ব্যবহার করতে পারে। এর মাধ্যমে ডিভাইস ব্যবহারের ধরন, বিভিন্ন অ্যাপের ব্যাটারি ব্যবহার সংক্রান্ত তথ্যের বিষয়ে জানা যাবে। এছাড়াও আইওএস ১৯ এ লক স্ক্রিনের জন্য ব্যাটারি ইন্ডিকেটর ফিচার যুক্ত করা হতে পারে। যার মাধ্যমে ডিভাইস ফুল চার্জ হতে কত সময় লাগবে সেটি দেখা যাবে।

মার্ক গুরম্যান ও সূত্রের তথ্যানুযায়ী, নতুন ব্যাটারি ম্যানেজমেন্ট ফিচারটি অ্যাপল ইন্টেলিজেন্স স্যুটের অংশ হিসেবে থাকবে। গত বসন্ত থেকে বিভিন্ন ডিভাইসে এটি চালু করা হচ্ছে। প্রযুক্তিবিদদের মতে, ফিচার থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি। তাই ডেভেলপার সম্মেলন না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।—এনগ্যাজেট

এএইচ