২০২২ সালে ৪ হাজার ৪শ' কোটি ডলারে টুইটার কিনে নেন ধনকুবের ইলন মাস্ক। এরপর আয় বাড়াতে মাধ্যমটিতে চালু করা হয় অর্থের বিনিময়ে ব্লু টিক বিক্রি। আগে পাব্লিক ফিগাররা বিনামূল্য ব্লু টিকের আওতায় আসতেন।
ইইউ কমিশনের অভিযোগ, অনেক অসাধু ব্যক্তি ব্লু টিক কিনে মিথ্যা তথ্যের মাধ্যমে বিভ্রান্ত করছেন ব্যবহারকারীদের। যা প্রতারণার শামিল। পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রেও এক্সের স্বচ্ছতার অভাব পেয়েছে ইইউ কমিশন।
অভিযোগ প্রমাণিত হলে বার্ষিক আয়ের ৬ শতাংশ অর্থ জরিমানা গুণতে হবে এক্সকে। এদিকে ইলন মাস্ক জানিয়েছেন, সংস্থাটির সঙ্গে গোপন চুক্তিতে সম্মত না হওয়ায় হয়রানি করা হচ্ছে তার প্রতিষ্ঠানকে। শীঘ্রই ইইউ কমিশনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি।