প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

চাঁদের দক্ষিণ মেরুতে চীনের ক্রুবিহীন মহাকাশযান

চাঁদের এমন একটি স্থান, যেখানে আগে কেউ কখনও অবতরণের চেষ্টাই করেনি, সেই স্থানে পৌঁছেছে চীনের ক্রুবিহীন মহাকাশযান।

চীনের জাতীয় মহাকাশ অধিদপ্তর জানায়, আজ (রোববার, ২ জুন) চাঁদের দক্ষিণ মেরুর এইটকেন বেসিনে অবতরণ করে চ্যাঙি সিক্স। গেলো ৩ মে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশযান।

এর লক্ষ্য ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ মেরুর এই স্থান থেকে মূল্যবান পাথর আর মাটি সংগ্রহ করা। এই মহাকাশযান চাঁদের বহু পুরোনো কিছু পাথর সগ্রহের চেষ্টাও করবে।

বেইজিংয়ের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণের পর চাঁদে অবতরণের জন্য ঘুরছিল এই মহাকাশযান।

এসএস