যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছোড়া স্টারশিপের রকেটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্পেসএক্স। রকেটটি স্যাটেলাইট বহন করছিল। টেক্সাসের রকেট ফ্যাসিলিটি থেকে উড্ডয়নের ৮ মিনিটের মাথায় এটি বিস্ফোরিত হয়ে যায়।
রকেটের ধ্বংসাবশেষ যেন কোনো বিমানের ওপর না পড়ে এবং নিরাপত্তার স্বার্থে গালফ অব মেক্সিকোর ওপর দিয়ে বিমান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে এয়ারলাইন্সগুলোকে।
তুর্কস আর কায়কোস দ্বীপের আকাশে দেখা যায় রকেটের ধ্বংসাবশেষ। এর আগে গেল বছরের মার্চে স্টারশিপ রকেটের আরেকটি উড্ডয়ন কার্যক্রম ব্যর্থ হয়।
যদিও স্পেস এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম চলতে থাকবে।