প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
লকড অ্যান্ড্রয়েড ফোন যেভাবে রিসেট করবেন
ফোনের গোপনীয় পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড ভুলে গেলে বা ফেস আনলক কাজ করছে না এমন অবস্থায় ফোনের অ্যাক্সেস পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে অ্যান্ড্রয়েড ফোন লক হয়ে গেলে খুবই বিব্রতকর অবস্থায় ফেলে। তবে লক থাকলেও অ্যান্ড্রয়েড ফোন পুনরায় রিসেট করার বেশ কিছু উপায় রয়েছে।

এক্ষেত্রে কিছু নির্ভরযোগ্য পদ্ধতি ব্যবহার করে ফোন রিসেট করে লকড অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে। গিজচায়না ও পাচফ্যাবের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। জেনে নেওয়া যাক রিসেট করার সেসব পদ্ধতি।

রিসেট করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

লক করা কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করার আগে গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারানো থেকে ডেটা ব্যাকআপ করে রাখতে হবে। এক্ষেত্রে ডেটা ব্যাকআপের জন্য গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে। তবে লক ফোনে বেশিরভাগ ক্ষেত্রে এটি সম্ভব নাও হতে পারে।

রিসেট করার সময় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য ফোনে পুরোপুরি চার্জ থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ৭০ শতাংশের ওপরে চার্জ হলেই যথেষ্ট। ডেটা সুরক্ষিত রাখতে ফোন থেকে সিম ও এসডি কার্ড বের করে রাখা নিরাপদ।

রিসেটের জন্য ডিভাইসে পুনরুদ্ধার মোড বা গুগলের ফাইন্ড মাই ডিভাইসের মতো নির্ভরযোগ্য কৌশলগুলো ব্যবহার করতে হবে।

গুগলের ফাইন্ড মাই ডিভাইস ব্যবহারের কৌশল

এক্ষেত্রে থার্ডপার্টি সফটওয়্যার ডাউনলোড করে ফোন রিসেট দেয়া যাবে। যদি কেউ এটি ব্যবহার না করতে চায় সেক্ষেত্রে গুগল ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে ফোন রিসেট করা যাবে। যেহেতু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগলের তাই গুগলের নিজস্ব এই ফিচারটির মাধ্যমে লক হওয়া ফোন যেকোনো জায়গা থেকে ফ্যাক্টরি রিসেট করা যাবে।

তবে এই পদ্ধতির জন্য অবশ্যই লকড ফোনের সাথে যুক্ত গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।

রিসেট করার জন্য লকড ফোন চালু থাকা অবস্থায় ওই ফোনের গুগল অ্যাকাউন্ট যেকোনো ডিভাইসে লগইন করতে হবে। এক্ষেত্রে দুটি ডিভাইসে অবশ্যই ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে। পরবর্তীতে যেকেনো ওয়েব ব্রাউজারে সার্চ করতে হবে Find My Device অথবা  https://www.google.com/android/find এই লিংকে যেতে হবে।

এর পর লকড ফোনের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। সাইন ইন সম্পূর্ণ হলে ফাউন্ড মাই ডিভাইসে প্রদর্শিত হবে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা সবগুলো ডিভাইস।

তার পর লকড ফোনটি নির্বাচন করতে হবে এবং ইরেজ ডিভাইস (Erase Device) অপশনে ক্লিক করলে লকড হওয়া ডিভাইসটি রিসেটের জন্য প্রস্তুত হবে। এক্ষেত্রে রিসেটটি সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং অ্যান্ড্রয়েড ফোনটিকে একটি নতুন ডিভাইস হিসাবে সেট আপ করতে হবে।

স্যামসাং ফোনের লকড হওয়া স্ক্রিন যেভাবে রিসেট করা যাবে

লক স্ক্রিনের পাসওয়ার্ডটি ভুলে গেলে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে স্যামসাংয়ের লকড স্ক্রিন রিসেট করা যাবে। এই পদ্ধতিটি ডিভাইসে অ্যাক্সেস ফিরে পেতে সহায়তা করার জন্য গুগল বিল্ট-ইন ফাংশন ব্যবহার করে।

পাসওয়ার্ড ছাড়া লক হয়ে গেলে অ্যান্ড্রয়েড ফোন রিসেট করবেন যেভাবে

প্রথমত, এই পদ্ধতিতে স্যামসাং ফোনের লক করা স্ক্রিনে সঠিক হতে পারে এমন কোনো পাসওয়ার্ড বা প্যাটার্ন লেখার চেষ্টা করতে হবে। প্রায় পাঁচবার ভুল পাসওয়ার্ড বা প্যাটার্ন প্রবেশ করার পরে স্ক্রিনের নীচে ডানদিকে কোনায় 'ফরগেট পাসওয়ার্ড' বিকল্প অপশন প্রদর্শিত হবে।

এর পর ফরগেট পাসওয়ার্ডে এই অপশনে ট্যাপ করে পরবর্তী স্ক্রিনে প্রবেশ করলে গুগল অ্যাকাউন্টের ডিটেইলস দেওয়ার জন্য অপশন প্রদর্শিত হবে। পরবর্তীতে যাচাই করতে গুগল অ্যাকাউন্টের সঠিক পাসওয়ার্ড দিয়ে গুগল অ্যাকাউন্টের প্রবেশ করলে লক স্ক্রিনটি আনলক হয়ে যাবে।

ইএ