প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
সর্বনিম্ন দামে অ্যাপলের এয়ারপডস প্রো
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় এয়ারপডস প্রো বা সেকেন্ড জেনারেশন। যেটি এখন বাজারে পাওয়া যাচ্ছে কোম্পানি নির্ধারিত সবচেয়ে কম দামে। বর্তমানে বাজারে এয়ারপডসটির বাজারমূল্য ১৮০ ডলার বা ২০ হাজার ৭০০ টাকা।

গতকাল (সোমবার, ৩০ এপ্রিল) এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে অ্যামাজনে সেকেন্ড জেনারেশনের এই এয়ারপডস প্রো ১৮০ ডলারে বিক্রি হচ্ছে। সর্বশেষ গত মার্চেও যার দাম ছিল ১৯০ ডলার।

২০২২ সালে বাজারে আসা এই প্রযুক্তিটি আইফোন ইউজারদের কাছে অনেক জনপ্রিয়। এটি যখন প্রথমবার বাজারে আসে তখন এর দাম ছিল ২৪৯ ডলার। গত দুই বছরে যার দাম কমেছে ৬৯ ডলার।

এয়ারপডস প্রোর একটি বড় বিষয় হলো এই প্রযুক্তিটি নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে অনাকাঙ্ক্ষিত শব্দ বাদ দিতে পারে। তবে প্রথম সংস্করণের পর এয়ারপডসের আর নতুন কোনো সংস্করণ বাজারে ছাড়েনি অ্যাপল।

তথ্য বিশেষজ্ঞরা বলছেন, তারবিহীন হেডফোনগুলোর মধ্যে এখন পর্যন্ত এয়ারপডস প্রো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

তবে এয়ারপডসটির একটি বড় সমস্যা হলো এটি অন্য কোনো কোম্পানির তৈরি করা গেজেটে কাজ করবে না। তার মানে অ্যাপলের আইফোন, আইপ্যাড বা অন্য ডিভাইসগুলোর সঙ্গে এয়ারপডসটি ব্যবহার করা যাবে।

এমএসআরএস