প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

চীনা গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে টেসলা

আসছে বছরের শুরুতেই সাধারণের সাধ্যের মধ্যে নতুন বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে টেসলা। বছরের প্রথম প্রান্তিকে লাভের পরিমাণ অর্ধেকের নিচে নেমে যাওয়ায় বিপুল সংখ্যক জনবল ছাঁটাইয়ের পথে প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী মূল্যে চীনা গাড়ির সঙ্গে দৌড়ে সম্প্রতি পিছিয়ে পড়ে টেসলা। তবে নির্ধারিত সময়ের আগেই নতুন মডেল বাজারে ছাড়ার ঘোষণায় পুঁজিবাজারে সাড়ে ১২ শতাংশ বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম।

২০২৪ সালের প্রথম তিন মাসে এক যুগের সর্বনিম্ন রাজস্ব রেকর্ড লাভের পরিমাণ অর্ধেকের বেশি নেমে যাওয়া, এক লাখ ডলার মূল্যের নতুন পণ্য সাইবার ট্রাক বাজার থেকে সরিয়ে নেয়াসহ নানা ধাক্কা সামলাতে ব্যস্ত বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা। তবে নির্ধারিত সময়ের আগেই নতুন মডেলের গাড়ি বাজারে ছাড়ার ঘোষণায় মঙ্গলবার ( ২৩ এপ্রিল) পুঁজিবাজারে লাফিয়ে বাড়ে টেসলার শেয়ারদর।

বছরের প্রথম প্রান্তিকে সাকুল্যে ২ হাজার ১৩০ কোটি ডলারের রাজস্ব আয়ের তথ্য জানায় টেসলা যা এক বছর আগের তুলনায় নয় শতাংশ কম এবং ২০১২ সালের পর সর্বনিম্ন। একইসঙ্গে ২০২৩ সালের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছর একই সময়ে ৫৫ শতাংশ লাভ হারিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি। সদ্যসমাপ্ত প্রান্তিকে মাত্র ১১৩ কোটি ডলারের লাভ রেকর্ড করেছে টেসলা যা এক বছর আগে ছিল ২৫১ কোটি ডলার।

অর্ধেকের বেশি লাভ কমে যাওয়ায় ব্যয় সংকোচনে আরও জনবল কমানোর ঘোষণা দিয়েছে টেসলা প্রধান ইলন মাস্ক। বিশ্বজুড়ে মোট জনবলের ১০ শতাংশের বেশি বা প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার সপ্তাহ পেরোতেই আরও ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন তিনি। শুধু টেক্সাস আর ক্যালিফোর্নিয়ার কার্যালয় থেকেই ছাঁটাই করা হবে ছয় হাজার কর্মীকে। গেল বছরই টেসলার মোট জনবল এক লাখ ৪০ হাজার ছাড়িয়ে যায়।

সাশ্রয়ী মূল্যে চীনা গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া টেসলার গাড়ির চাহিদা কমে সম্প্রতি। এর জেরে বছরের শুরু থেকে এখন পর্যন্ত পুঁজিবাজারে ৪৩ শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। বাজার ধরতে নির্ধারিত সময়ের আগেই নতুন মডেল উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছেন টেসলা প্রধান। আগামী বছরের শুরুতেই উৎপাদন ও বছরের দ্বিতীয়ার্ধে নতুন বৈদ্যুতিক গাড়ি আনার ঘোষণায় পুঁজিবাজারে দিনের ব্যবধানে ১২ শতাংশের বেশি বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম।

সাধারণের সাধ্যের মধ্যে বলা হলেও নতুন যানবাহনের দাম এখনও প্রকাশ করেনি টেসলা। বিনিয়োগকারীদের সঙ্গে নতুন মডেলের গাড়ির বিস্তারিত আলোচনার কথা রয়েছে মাস্কের। তবে বিক্রি কমতে থাকায় নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে আগেই বেশ কয়েকটি মডেলের দাম কমায় টেসলা।

ইএ