প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
ইনস্টাগ্রাম প্রোফাইলে আসছে নোটস সুবিধা
নোটস ফিচারে উল্লেখযোগ্য আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। শুধু সরাসরি মেসেজে ট্যাবেই নয়, ব্যবহারকারীদের দেখার জন্য এখন প্রোফাইল পেজেও এটি দেখানো হবে।

এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, নতুন এ ফিচারের মাধ্যমে কারও প্রোফাইলে গেলেই তার নোটস ও এতে অন্যদের প্রবেশের তথ্য দেখা যাবে। এর জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট নাম দিয়ে আলাদা করে সার্চ দিতে হবে না।

ইনস্টাগ্রাম ইনবক্সে নোটস ছিল ওয়েলকাম অ্যাডিশন। ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সংক্ষিপ্ত আপডেট দিত এবং তারপর আরেকটি ফিচার সংযোজনের মাধ্যমে অন্যরা এর উত্তর দিতে পারত। শর্ট মেসেজের নতুন এ ফিচারটি শিগগিরই ব্যবহারকারীদের প্রোফাইলে দেখানো হবে বলে মেটা মালিকানাধীন প্লাটফর্ম সূত্রে জানা গেছে।

পরিবর্তনটি ব্যবহারকারীদের কাছে একে আরও বিশেষায়িত করে তুলবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। তারা সহজেই নিজেদের কিংবা অন্যদের প্রোফাইল ভিজিট করে এটি দেখতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা গত ডিসেম্বরে আসা নোট রিপ্লাইয়ের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবে।

এমএসআরএস