এডিটসকে জনপ্রিয় টিকটক ভিডিও এডিটর ক্যাপকাটের সঙ্গে তুলনা করা হয়েছে। তবে এতে ভিডিও এক্সপোর্ট করার সময় ক্যাপকাটের মতো ওয়াটারমার্ক থাকবে না বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ‘এডিটস ভিডিও নির্মাতাদের জন্য ক্যাপকাট অ্যাপের চেয়ে আরো বেশি ফিচার সরবরাহ করবে। অ্যাপটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে।’
তবে আইওএস ডিভাইস ব্যবহারকারীরা অ্যাপ স্টোরে অ্যাপটি প্রি-অর্ডার করতে পারবে। ইনস্টাগ্রাম জানিয়েছে শিগগির এডিটসের অ্যান্ড্রয়েড সংস্করণ আসবে। ফেব্রুয়ারি বা মার্চে অ্যাপটি চালু হওয়ার কথা রয়েছে।