প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

রোবোট্যাক্সি আনার ঘোষণা দিলেন ইলন মাস্ক

অবশেষে আগামী ৮ আগস্টে বাজারে রোবোট্যাক্সি আনার ঘোষণা দিলেন ইলন মাস্ক। টেসলার স্বয়ংক্রিয় গাড়িটির নতুন তথ্যে তার এই ঘোষণার পরই প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ৩ শতাংশ।

২০১৯ সালে সর্বপ্রথম স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি তৈরির ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক। সে সময় তিনি জানান, এই গাড়িগুলোর গড় বয়স হবে ১১ বছর যা চলতে পারবে ১০ লাখ মাইল পর্যন্ত। প্রতিটি গাড়িতে ৩০ হাজার ডলার মুনাফা অর্জনের লক্ষ্য নিয়েছিল টেসলা।

এদিকে স্বল্পমূল্যের বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা থেকে সরে এসেছে টেসলা, রয়টার্সের এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন প্রতিষ্ঠানটির সিইও। চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে সফলতা পাওয়ায় ব্যবসায় ধস নেমেছে টেসলার।

চলতি সপ্তাহে ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের বাজারে টেসলার গাড়ির সরবরাহ কমেছে।

ইএ