প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
দেশের প্রযুক্তিখাতে বিনিয়োগ করতে চায় সুইডেন
বাংলাদেশের প্রযুক্তিখাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সুইডেন। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রস্তাবিত ইনোভেশন সেন্টারে প্রযুক্তি সহায়তা দেবে দেশটি।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ড'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রায় এক ঘণ্টার এই বৈঠকে দুই দেশের স্বার্থ সম্পর্ক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। বিশেষ করে তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়নে তাদের সাথে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

সুইডেনের রাষ্ট্রদূত বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহযোগিতা করবে তার দেশ। প্রতিমন্ত্রী বলেন, সুইডেন ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তাদের সহযোগিতা অব্যাহত রাখতে চায়। সুইডেনে আইসিটি খাতের রপ্তানি চায় বাংলাদেশ।

সুইডেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহবান জানান মন্ত্রী। এ ব্যাপারে তাদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। সুইডেনকে ক্যাশলেস সোসাইটি'র রোল মডেল মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, 'তাদের মতো ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে চায় বাংলাদেশ। সুইডেন বাংলাদেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে আইসিটি রিসার্চ সেন্টার নির্মাণে সহযোগিতা করবে। দুইদেশ যৌথভাবে আইটি পোর্টাল লঞ্চ করবো।'

এসএসএস