ফেসবুক ও মেটা'র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গ আগেই ছিলেন ১৪ হাজার কোটি ডলারের মালিক।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার পুঁজিবাজারে মেটা প্ল্যাটফর্মসের ঝুলিতে যোগ হয়েছে ১৯ হাজার ৬শ’ কোটি ডলার; যার মাধ্যমে ওয়াল স্ট্রিটের ইতিহাসে পুঁজিবাজারে একদিনের সর্বোচ্চ উপার্জনকারী প্রতিষ্ঠান হিসেবে নাম লিখিয়েছে মেটা।
ফেসবুকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ মার্চ বিনিয়োগকারীদের শেয়ার প্রতি এক ডলারের অর্ধেক, অর্থাৎ ৫০ সেন্ট করে নগদ লভ্যাংশ দেবে মেটা। এ ঘোষণার পরই শুক্রবার (০২ ফেব্রুয়ারি) তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির শেয়ারদর এক লাফে ২০ শতাংশের বেশি বেড়ে যায়।
শতাংশের হিসাবে এটি পুঁজিবাজারে বছরে মেটা'র একদিনের সর্বোচ্চ এবং ২০১২ সালে ওয়াল স্ট্রিটে তালিকাভুক্তির পর তৃতীয় সর্বোচ্চ আয়। এতে মেটার বর্তমান বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১.২২ ট্রিলিয়ন বা এক লাখ ২২ হাজার কোটি ডলার।
ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে মেটার প্রায় ৩৫ কোটি শেয়ারের মালিক মার্ক জাকারবার্গ। তিনি আরও শেয়ার না কিনলে বা নিজের শেয়ার বিক্রি না করলে প্রতি প্রান্তিকের লভ্যাংশ একই থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন ঘোষণা অনুযায়ী জাকারবার্গ নিজেও মেটা'র লভ্যাংশ পাবেন, যা বছরে প্রায় ৭০ কোটি ডলার। অ্যাপল, মাইক্রোসফট ও এনভিডিয়ার পর ওয়াল স্ট্রিটে প্রযুক্তিভিত্তিক চতুর্থ শীর্ষ ধনী প্রতিষ্ঠান মেটা।
লভ্যাংশের খবরে পুঁজিবাজারে মেটা'র বিনিয়োগকারীদের মধ্যে আনন্দ বয়ে গেলেও কৃত্রিমভাবে শেয়ারদর বাড়ানোর অভিযোগে সমালোচনার ঝড়েও পড়তে হচ্ছে মেটাকে। বলা হচ্ছে, স্রেফ শেয়ার ধরে রাখার জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে প্রতিষ্ঠানটি, অথচ কর্মীদের কোনো আর্থিক সুবিধা বা ব্যবসা সম্প্রসারণে কোনো পদক্ষেপ নেয়নি।