ওয়ানডে থেকে অবসর নেয়ায় মুশফিক এখন থেকে শুধু সাদা পোশাকের টেস্টই খেলবেন। এর আগে ২০২২ সালে তিনি টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুজ্জ্বল পারফরম্যান্সের পর থেকেই আলোচনায় বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি আগামী বিশ্বকাপের পরিকল্পনায় তা থাকবেন কিনা বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হবে কিনা- এসব নিয়েও চলছিল আলোচনা। তারই মাঝে হুট করেই দিলেন ঘোষণা। ৫০ ওভারের বড় ফরম্যাটে আর কখনো তাকে দেখা যাবে না।
বুধবার রাত সোয়া ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিলেন মুশফিক। তিনি জানান, গত কয়েক সপ্তাহ তার জন্য কঠিন সময় ছিল। এই সময় পেরিয়ে নিজের নিয়তি বুঝতে পেরেছেন তিনি। আর এ কারণেই অবসরের সিদ্ধান্ত।
পোস্টে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়ানডে ক্রিকেট থেকে আজ আমি আমার অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক মঞ্চে আমাদের অর্জন খুবই সামান্য ছিল, তবে একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি; যখনই দেশের জন্য মাঠে নেমেছি, সততার সঙ্গে নিজের শতভাগের বেশি উজাড় করে দিয়েছি।'
তিনি লেখেন, 'শেষ কয়েকটা সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং এরপর বুঝতে পেরেছি আমার শেষটা এখানেই। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সৎ ঈমান দান করুন। পরিশেষে, ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের; যাদের জন্য শেষ ১৯টা বছর আমি ক্রিকেট খেলেছি। জাযাকাল্লাহ খাইর।'
এর আগে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই ঘোষণাও তিনি দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।