অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে মেটার ২০ কর্মী ছাঁটাই

0

অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে ২০ কর্মীকে ছাঁটাই করেছে মেটা। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। তাদের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক গোপন তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেয় তারা।

তাই এসব কর্মীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানায় মেটার মুখপাত্র। তিনি জানান, ফাঁস হওয়া এসব তথ্য মার্কিন রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আর এতে বেশ চাপে রয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মেটার নিয়ম লঙ্ঘন করায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে মেটা। সামনের দিনগুলোতে একই অভিযোগে আরও কর্মী চাকরি হারাতে পারে জানায় প্রতিষ্ঠানটি।

ইএ