প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

বিশ্বের ৪০ শতাংশ চাকরি হুমকিতে ফেলবে 'এআই'

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই'এর কারণে সারাবিশ্বে হুমকির মুখে পড়বে বিভিন্ন পেশার অন্তত ৪০ শতাংশ চাকরি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, অসমতা আরও বাড়িয়ে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সামাজিক অসমতা কৃত্রিম বুদ্ধিমত্তা যেন আরও বাড়িয়ে না দেয়, সেদিকে নীতি নির্ধারকদের গুরুত্ব দেয়ার আহ্বান জানান আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তিনি বলেন, 'উন্নত দেশগুলোতে অন্তত ৬০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলতে পারে এআই। নিম্ন আয়ের দেশগুলোতে ২৬ শতাংশ কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে এআই। অনেক কাজই করবে এআই, কমবে শ্রমিক চাহিদা।'

ক্রিস্টালিনা জর্জিয়েভা আরও বলেন, 'তবে কিছু ক্ষেত্রে আবার এআই'এর সহায়তা নিয়ে কর্মদক্ষমতা বাড়াতে পারবেন কর্মীরা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর