২৪ দিনের ব্যাটারি ব্যাকআপসহ শাওমির রেডমি ওয়াচ ফাইভ উন্মোচন
চীনের পর এবার বিশ্ববাজারে রেডমি ওয়াচ ফাইভ উন্মোচন করলো শাওমি। সাশ্রয়ী দামের এই স্মার্টওয়াচটিতে টেকসই ডিজাইনের সঙ্গে রয়েছে একাধিক আধুনিক ফিচার ও ২৪ দিনের ব্যাটারি ব্যাকআপ। সম্প্রতি গিজমোচায়নার এক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।