এই ল্যাবটির মুখ্য উদ্দেশ্য নেক্সট জেনারেশন এআই মডেল ও রোবোটিক্স প্লাটফর্ম তৈরিতে গবেষণা করা। গোটা মধ্যপ্রাচ্যে এটিই প্রথম এনভিডিয়া এআই টেকনোলজি সেন্টার। চুক্তিবলে আবুধাবি টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট হিউম্যানয়েড, চার পায়ের রোবট ও রোবোটিক অস্ত্র নিয়ে কাজ করে এমন স্পেসিফিক এজ জিপিইউ ব্যবহার করার সুযোগ পাবে এ ল্যাবে।
আরও পড়ুন:
এই চিপের নাম ‘থর’। যা অ্যাডভান্সড রোবোটিক সিস্টেম ডেভেলপমেন্টে সহায়ক ভূমিকা রাখবে। আবুধাবি টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট মূলত আবুধাবির সরকারি অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিলের একটি শাখা। যার শুরু হয় আবুধাবিকে বিশ্বজুড়ে চলমান এআই কম্পিটিশনে জায়গা করে দেওয়ার জন্য।





