গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

নিশান জিটি-থিমের নতুন ঘড়ি আনবে ক্যাসিও

ষষ্ঠ প্রজন্মের নিশান জিটি-আর থিমের জি-শক ডিজিটাল ওয়াচ তৈরির জন্য নিশান জাপানের সঙ্গে নতুন চুক্তি করেছে ক্যাসিও। সম্প্রতি নিশান জাপান এক ঘোষণায় এ কথা জানিয়েছে বলে গিজমোচায়নায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, জি-শক ডিডব্লিউ-৫৬০০ মডেলের ঘড়িটি নিয়ে কাজ করবে ক্যাসিও। কোলাবোরেশন চুক্তির অংশ হিসেবে এটির উন্নয়ন করা হবে। ঘড়িটির ডিজাইনে পুরোটাই ম্যাট ব্ল্যাক ফিনিশ এবং ডিসপ্লের উপরে জিটি-আর লোগো থাকবে।

কোম্পানির তথ্যানুযায়ী, ওয়াচটিতে ইএল ব্যাকলাইটযুক্ত এলসিডি ডিসপ্লে থাকবে। তবে এর বাইরে ঘড়িটি আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগের মডেলগুলোর মতো নতুন ঘড়িটি কাস্টম টিস কেসে বাজারে আসবে।

প্রযুক্তিবিদদের আশা, ঘড়িটিতে ১/১০০ সেকেন্ডের স্টপওয়াচ, শক রেজিস্ট্যান্স, একটি ইলেক্ট্রো-লুমিনেসেন্ট ব্যাকলাইট, ২৪ ঘণ্টা কাউন্টডাউন টাইমার ও ২০০ মিটার ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার থাকতে পারে। এছাড়াও ডিজিটাল ঘড়িটিতে অটো ক্যালেন্ডার, অ্যালার্ম, আওয়ারলি টাইম সিগন্যাল থাকতে পারে।

জাপানে নিশানের ডিলারশিপ, দ্য গ্লোবাল হেডকোয়ার্টাস গ্যালারি, নিশান ক্রসিংয়ের বুটিক ও অনলাইন শপে ১৭ অক্টোবর থেকে ব্যবহারকারীরা ওয়াচটি কিনতে পারবেন। এর বাজারমূল্য ১৯ হাজার ৮০০ ইউয়ান বা ১৩৩ ডলার।

এএইচ