গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

'ইটস গ্লোটাইম'র মাধ্যমে প্রকাশ্যে আসবে আইফোন ১৬ সিরিজ

আসছে ৯ সেপ্টেম্বর আইফোনের নতুন সংস্করণ উন্মোচন করবে অ্যাপল। ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে চলবে আইফোন সিক্সটিন উন্মোচনের আয়োজন। ফিচারের দিক থেকে নতুন অনেক বিষয় যোগ করা হলেও ক্যামেরা ফিরে যাচ্ছে পাঁচ বছর পেছনে।

প্রযুক্তিপ্রেমীদের উৎকণ্ঠা শেষ হতে বাকি আর মাত্র দেড় সপ্তাহ। কারণ আগামী ৯ সেপ্টেম্বর বাজারে আসতে যাচ্ছে আইফোন সিক্সটিন।

ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে আইফোনের নতুন সংস্করণ উন্মোচনের আয়োজন করবেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টিম কুক। স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে ‘ইটস গ্লোটাইম’ নামের আয়োজনটি।

ভারতীয় পত্রিকা মিন্টের প্রতিবেদন বলছে, আগের বারের মতো আইফোনের নতুন সংস্করণেও থাকবে ৪টি মডেল। যদিও বেশ কিছু চমকের সঙ্গে থাকছে কিছু পরিবর্তন। এবার বড় হতে যাচ্ছে ডিসপ্লে।

এছাড়াও ডিভাইসের বেজেল করা হবে আরও পাতলা। সিক্সটিন প্রো ও প্রো ম্যাক্সে হায়ার রিফ্রেশ রেট থাকলেও আগের মতো ৬০ হার্টজই থাকছে নন প্রো দুটি মডেলে।

নতুন সিরিজের ক্যামেরায় থাকবে দুটি লেন্স। পাঁচ বছর আগের আইফোন টুয়েলভের মতো এবারো সিক্সটিন ও সিক্সটিন প্লাসে দুটি লেন্স থাকছে ১২ ও ৪৮ মেগাপিক্সেলের। অন্যদিকে প্রো ও প্রো ম্যাক্সে থাকছে আগেরবারের মতোই ফাইভ এক্স অপটিক্যাল জুম লেন্স।

প্রসেসরের ক্ষেত্রেও থাকছে উন্নতি। বায়োনিক এ এইটিন প্রসেসরে থাকছে দুটি বেজ ভ্যারিয়েন্টে। অন্যদিকে এ এইটিন প্রো প্রসেসর ব্যবহার হয়েছে প্রো মডেলগুলোয়।

ব্যাটারি সক্ষমতা সামান্য বাড়ানো সঙ্গে বাড়ছে চার্জিং সাপোর্টও। আইফোন প্রেমিরা সবচেয়ে উদগ্রীব হয়ে আছেন অ্যাপেল ইন্টিলিজেন্স ও ক্যাপচার বাটন ব্যবহারের জন্য।

ধারণা করা হচ্ছে নতুন সিরিজের ফোনগুলোর দাম মডেলভেদে ৭৯৯ থেকে ১ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

tech