যদিও এসময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বে স্মার্টফোনের বাজারজাত বেড়েছে ৭.৮ শতাংশ। এক্ষেত্রে ২০.৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি এই সময় বাজারে নিয়ে আসে গ্যালাক্সি এস২৪ সিরিজ। যা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৬০ মিলিয়নের বেশি বাজারজাত করা হয়েছে। বাজারে ছাড়ার প্রথম তিন সপ্তাহে গ্যালাক্সি এস২৩ এর চেয়ে গ্যালাক্সি এস২৪ এর বিক্রি ৮ শতাংশ বেশি হয়েছে।
১৭.৩ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। যদিও ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাপলই স্মার্টফোন বাজারজাতে শীর্ষে ছিল। আইডিসি বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে ৫৫.৪ মিলিয়ন আইফোন বাজারজাত করেছিল অ্যাপল। যা ২০২৪ সালের প্রথম তিন মাসে কমে দাঁড়ায় ৫০.১ মিলিয়নে। ২০২৩ সালের শেষের তিন মাসে চায়নায় অ্যাপলের স্মার্টফোন বাজারজাত কমেছে ২.১ শতাংশ।
বছরের প্রথম তিন মাসে স্মার্টফোন বাজারজাতে তৃতীয় অবস্থানে আছে চীনের শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমি। এই কোম্পানির শেয়ার ১৪.১ শতাংশ।