অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের সুখবর দিলো বিটিআরসি

মোবাইল ফোন
মোবাইল ফোন | ছবি: সংগৃহীত
2

অবৈধ মোবাইল হ্যান্ডসেট (Illegal Mobile Handset) ব্যবহারকারীদের জন্য শেষ সতর্কবার্তা! আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে দেশে সব ধরনের অনিবন্ধিত ও অবৈধ মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। কিন্তু আপনার যদি পুরনো কোনো হ্যান্ডসেট থাকে, তবে চিন্তার কারণ নেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সেইসব ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে। কী সেই সুখবর?

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, বর্তমানে দেশের নেটওয়ার্কে সক্রিয় থাকা সব ব্যবহৃত মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত (Check mobile validity BTRC) হয়ে যাবে। অর্থাৎ, নির্দিষ্ট সময়সীমার আগে ব্যবহার শুরু করা ফোনগুলো আর ব্লক হবে না (How to register old mobile BTRC)। এ প্রক্রিয়ায় লাখ লাখ পুরনো হ্যান্ডসেট ব্যবহারকারী স্বস্তি পাচ্ছেন।

আজ (রোববার, ১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে (BTRC mobile registration news)।’

আগামী ১৬ ডিসেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (NEIR) সিস্টেমটি চালু হতে যাচ্ছে (NEIR registration for used phones)। ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সকল মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে (BTRC mobile ban 16 December)।

নতুন মোবাইল হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাইয়ের সহজ পদ্ধতি

মোবাইল নিবন্ধিত কি না যেভাবে জানবেন- How to know your handset is registered or not

ধাপ ১: আপনার মোবাইল মেসেজ অপশনে যান এবং KYD IMEI নম্বর টাইপ করুন।

উদাহরণস্বরূপ : KYD 123456789012345|

ধাপ ২: বার্তাটি ১৬০০২ নম্বরে পাঠান।

ধাপ ৩: হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে আপনাকে একটি ফিরতি বার্তা পাঠানো হবে।

ফিরতি বার্তা থেকে যদি জানা যায় আপনার হ্যান্ডসেটটি নিবন্ধিত তবে আপনাকে নতুন করে আর নিবন্ধন করতে হবে না। যদি না হয়ে থাকে তাহলে আপনাকে ১৬ ডিসেম্বরের (Unauthorised handsets to be blocked from 16 December)পর মোবাইল ফোন ব্যবহারের জন্য নিবন্ধন করতে হবে।

আরও পড়ুন:

মোবাইলের নিবন্ধন প্রক্রিয়া- How to register unregistered mobile phone

ধাপ ১: এই ( neir.btrc.gov.bd ) লিঙ্কটিতে প্রবেশ করুন এবং আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করুন।

ধাপ ২: পোর্টালের ‘বিশেষ নিবন্ধন’ বিভাগে যান এবং হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর লিখুন।

ধাপ ৩: প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি বা ছবি আপলোড করুন (যেমন ভিসা/ইমিগ্রেশন স্ট্যাম্প, ক্রয়ের রসিদ ইত্যাদি দেখানো পাসপোর্ট পৃষ্ঠা) এবং জমা দিন বোতাম টিপুন।

ধাপ ৪: হ্যান্ডসেটটি বৈধ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি অবৈধ হলে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে অবহিত করা হবে এবং ডিভাইসটি নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

NEIR সম্পর্কিত তথ্য ও সেবা পাওয়ার নির্দেশিকা

আপনার মোবাইল হ্যান্ডসেটের বৈধতা বা NEIR (National Equipment Identity Register) সংক্রান্ত যেকোনো তথ্য, জিজ্ঞাসা বা সেবা জানার প্রয়োজন হলে আপনি নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন:

১. বিটিআরসি (BTRC) হেল্পডেস্ক

হেল্পডেস্ক নম্বর: হেল্পডেস্ক নম্বর ১০০ এ কল করুন। (বিটিআরসির সরাসরি হেল্পলাইন)।

ডায়াল অপশন: আপনার যেকোনো মোবাইল নম্বর থেকে *16161# ডায়াল করুন।

২. মোবাইল অপারেটরদের মাধ্যমে

আপনার সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর (যেমন: ১২১) এ ডায়াল করুন। অথবা, সরাসরি তাদের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন।

৩. অনলাইন তথ্য জিজ্ঞাসা

NEIR সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা এবং বিস্তারিত তথ্যের সমাধান পেতে সরাসরি বিটিআরসির অফিসিয়াল NEIR পোর্টালে ভিজিট করুন: http://neir.btrc.gov.bd। এ পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি NEIR এবং আপনার মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য ও সহায়তা পেতে পারেন।

অনিবন্ধিত মোবাইল ও বিটিআরসি (NEIR) সংক্রান্ত প্রশ্নোত্তর-Illegal mobile handset ban date Bangladesh (FAQ)

প্রশ্ন: বিটিআরসি অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের কী সুখবর দিয়েছে?

উত্তর: বিটিআরসি সুখবর দিয়েছে যে, নির্দিষ্ট সময়সীমার আগে দেশের নেটওয়ার্কে সক্রিয় থাকা সকল ব্যবহৃত ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত (Automatically Registered) হয়ে যাবে।

প্রশ্ন: কবে থেকে দেশে সব অনিবন্ধিত মোবাইল বন্ধ হয়ে যাবে?

উত্তর: বিটিআরসি-র ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে দেশে সকল নতুন অবৈধ বা অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে আর চালু হবে না।

প্রশ্ন: স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হওয়ার সুবিধা কারা পাবে?

উত্তর: কেবল সেইসব হ্যান্ডসেটই এই সুবিধা পাবে, যা নির্দিষ্ট সময়সীমার আগে বাংলাদেশের যেকোনো মোবাইল নেটওয়ার্কে একবার হলেও সচল ছিল।

প্রশ্ন: আমার পুরনো ফোনটি বৈধভাবে নিবন্ধিত হয়েছে কিনা, তা কীভাবে নিশ্চিত হব?

উত্তর: আপনার হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে *#06# ডায়াল করে IMEI নম্বরটি নিন। এরপর মেসেজ অপশনে KYD IMEI লিখে 16002 নম্বরে পাঠিয়ে দিন।

প্রশ্ন: ১৬ ডিসেম্বরের পর বিদেশ থেকে আনা বা কেনা নতুন ফোন কী আর ব্যবহার করা যাবে না?

উত্তর: ১৬ ডিসেম্বরের পর বিদেশ থেকে আনা বা দেশে কেনা কোনো নতুন ফোন যদি বিটিআরসি-র NEIR সিস্টেমে নিবন্ধিত না থাকে, তবে তা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

প্রশ্ন: হ্যান্ডসেট নিবন্ধনের জন্য কী কোনো ফি বা চার্জ দিতে হবে?

উত্তর: না, বর্তমানে বিটিআরসি-র স্বয়ংক্রিয় নিবন্ধনের জন্য ব্যবহৃত হ্যান্ডসেট ব্যবহারকারীদের কোনো ফি বা চার্জ দিতে হবে না।

প্রশ্ন: ভবিষ্যতে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে ফোন আনলে কীভাবে নিবন্ধন করতে হবে?

উত্তর: ভবিষ্যতে বিদেশ থেকে আনা বৈধ ফোনগুলো বিটিআরসি-র NEIR পোর্টালে বা কাস্টমসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: কেনার রশিদ, পাসপোর্ট) দেখিয়ে নিবন্ধন করতে হবে।

প্রশ্ন: যদি আমার ফোনটি অনিবন্ধিত থাকে এবং আমি তা ১৬ ডিসেম্বরের মধ্যে চালু না করি, তাহলে কী হবে?

উত্তর: ১৬ ডিসেম্বরের আগে যদি ফোনটি দেশের কোনো নেটওয়ার্কে অন্তত একবার সক্রিয় না হয়, তবে এটি স্বয়ংক্রিয় নিবন্ধনের সুবিধা পাবে না এবং পরে এটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

প্রশ্ন: NEIR মানে কী?

উত্তর: NEIR মানে হলো National Equipment Identity Register। এটি মোবাইল হ্যান্ডসেটগুলোর একটি জাতীয় তথ্যভান্ডার যা তাদের বৈধতা নিশ্চিত করে।

প্রশ্ন: কেন সরকার অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করছে?

উত্তর: অবৈধ হ্যান্ডসেট বন্ধ করার প্রধান উদ্দেশ্য হলো—সরকার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি রোধ করা, নকল ফোন ব্যবহার বন্ধ করা এবং অবৈধ পথে আসা হ্যান্ডসেট ব্যবহার করে সংঘটিত অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করা।

এসআর