তবে এর আগে পর্যন্ত অনিবন্ধিত হ্যান্ডসেট (unregistered mobile phone) নিবন্ধন করা যাবে বলেও জানিয়েছে সংস্থাটি (BTRC)।
যেভাবে কাজ করবে এনইআইআর সিস্টেম
এনইআইআর ডেটাবেজে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের স্বতন্ত্র আইএমইআই নম্বর রেকর্ড থাকে। যখন কোনো মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হয়, তখন এর আইএমইআই নম্বরটি এনইআইআর ডেটাবেসের সঙ্গে যাচাই করা হয়। ডিভাইসটি নিবন্ধিত ও বৈধ হলে তা স্বাভাবিকভাবে কাজ করে। কিন্তু নকল, ডুপ্লিকেট বা অনিবন্ধিত আইএমইআই থাকলে ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে এবং নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।
এনইআইআর সিস্টেমটি মূলত ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর ব্যবহার করে চুরি যাওয়া বা অবৈধ মোবাইল ডিভাইস শনাক্ত ও ব্লক করে। প্রতিটি মোবাইল ডিভাইসের জন্য ১৫-সংখ্যার স্বতন্ত্র কোড থাকে। এর আগে ২০২১ সালে অবৈধ হ্যান্ডসেট বন্ধে প্রথম উদ্যোগ নিয়েছিল তৎকালীন সরকার। কিন্তু কারিগরি জটিলতা এবং লাখ লাখ অবৈধ ফোন একবারে বন্ধ করলে জনসাধারণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় তা করা হয়নি।
তবে তার আগে আপনাকে জেনে নিতে হবে আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটি নিবন্ধিত না কি অনিবন্ধিত।
আরও পড়ুন:
মোবাইল নিবন্ধিত কি না যেভাবে জানবেন- How to know your handset is registered or not
ধাপ ১: আপনার মোবাইল মেসেজ অপশনে যান এবং KYD IMEI নম্বর টাইপ করুন।
উদাহরণস্বরূপ : KYD 123456789012345|
ধাপ ২: বার্তাটি ১৬০০২ নম্বরে পাঠান।
ধাপ ৩: হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে আপনাকে একটি ফিরতি বার্তা পাঠানো হবে।
ফিরতি বার্তা থেকে যদি জানা যায় আপনার হ্যান্ডসেটটি নিবন্ধিত তবে আপনাকে নতুন করে আর নিবন্ধন করতে হবে না। যদি না হয়ে থাকে তাহলে আপনাকে ১৬ ডিসেম্বরের (Unauthorised handsets to be blocked from 16 December)পর মোবাইল ফোন ব্যবহারের জন্য নিবন্ধন করতে হবে।
আরও পড়ুন:
মোবাইলের নিবন্ধন প্রক্রিয়া- How to register unregistered mobile phone
ধাপ ১: এই ( neir.btrc.gov.bd ) লিঙ্কটিতে প্রবেশ করুন এবং আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করুন।
ধাপ ২: পোর্টালের ‘বিশেষ নিবন্ধন’ বিভাগে যান এবং হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর লিখুন।
ধাপ ৩: প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি বা ছবি আপলোড করুন (যেমন ভিসা/ইমিগ্রেশন স্ট্যাম্প, ক্রয়ের রসিদ ইত্যাদি দেখানো পাসপোর্ট পৃষ্ঠা) এবং জমা দিন বোতাম টিপুন।
ধাপ ৪: হ্যান্ডসেটটি বৈধ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি অবৈধ হলে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে অবহিত করা হবে এবং ডিভাইসটি নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
এর আগে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী জানিয়েছেন, আজ (শনিবার, ১ নভেম্বর) থেকে একজন ব্যক্তি ১০টির বেশি সিম রাখতে পারবে না। পরবর্তীতে ধাপে ধাপে সিম সংখ্যা আরও কমিয়ে আনা হবে।
এনইআইআর এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা যা প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত আইএমআই নম্বরকে এনআইডি ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত হতে হবে।
বিদেশ থেকে উপহার হিসেবে কেনা বা প্রাপ্ত মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন প্রক্রিয়া:
বিদেশ থেকে বৈধভাবে কেনা বা উপহার হিসেবে প্রাপ্ত হ্যান্ডসেট প্রাথমিকভাবে মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকবে।ব্যবহারকারীকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দেয়ার জন্য একটি এসএমএস নির্দেশনা দেয়া হবে। জমা দেয়া তথ্য যাচাইয়ের পর কেবল বৈধ হ্যান্ডসেটগুলো নিবন্ধিত হবে এবং নেটওয়ার্কে সক্রিয় থাকার অনুমতি দেয়া হবে।
বিদেশ থেকে উপহার হিসেবে কেনা বা প্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের পদ্ধতি নিম্নরূপ:
- এই লিঙ্কে প্রবেশ করুন: neir.btrc.gov.bd এবং আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করুন।
- পোর্টালের ‘বিশেষ নিবন্ধন’ বিভাগে যান এবং হ্যান্ডসেটের আইএমইআই নম্বর লিখুন।
- প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি বা ছবি আপলোড করুন, যেমন: ভিসা/ইমিগ্রেশন স্ট্যাম্প, ক্রয়ের রসিদ বা পাসপোর্টের দেখানো পৃষ্ঠা। তারপর “জমা দিন” বোতামটি টিপুন।
- হ্যান্ডসেটটি যদি বৈধ হয়, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। যদি অবৈধ হয়, গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং ডিভাইসটি নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
ইন্টারনেট অ্যাক্সেস না থাকলে, গ্রাহকরা মোবাইল অপারেটরদের সেবা কেন্দ্র বা ইউএসএসডি কোড *১৬১৬১# ডায়াল করে যাচাইকরণ ও নিবন্ধন করতে পারেন।





